ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরে যাত্রাপালা

প্রকাশিত: ২৩:০৩, ১০ নভেম্বর ২০২৩

কালীগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরে যাত্রাপালা

সংগৃহিত ছবি

গাজীপুরের কালীগঞ্জে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতাকে তুলে ধরে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে  কালীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত, গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এবং কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গণজাগরণের যাত্রাপালা উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। যাত্রাপালা পরিবেশন করে গাজীপুর রাজমনি যাত্রা ইউনিট।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার উজ্জ্বল কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।