ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস

প্রকাশিত: ১৫:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

কালীগঞ্জে উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস

সংগৃহিত ছবি

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, বক্তারপুর ইউনিয়ন সচিব নজরুল ইসলাম, বাহাদুরসাদী ইউনিয়নের উদ্যোক্তা আলক দাস, সাংবাদিক আহম্মদ আলী প্রমুখ।

এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইউএনও এবং অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও অধিদপ্তরের অংশগ্রহণ উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার ১২টি স্টল ঘুরে দেখেন।