ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ২২:৫০, ১৫ মে ২০২৪

কালিয়াকৈরে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচ অংশের ইট সলিংয়ের নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে। এতে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়য়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।

তবে এ অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জাহাঙ্গীর আলম বলেছেন, নিম্নমানের মালামাল সরিয়ে ফেলার নিদের্শ দেওয়া হয়েছে। একটি খারাপ ইট দিয়েও কাজ করবো না।

জানা গেছে, টিওআই বাস্তবায়ন প্রকল্পের মাধ্যমে ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে।

বিদ্যলয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা খানম জানান, নির্মাণ কাজ সম্পর্কে তার কোনো ধারণা নেই। কেন জানি মনে হলো মালামাল ভাল দিচ্ছে না। পরে উপজেলা (কাজের তদারকি) সহকারী প্রকৌশলী জিল্লুর রহমানকে ফোন করে জানানো হয়েছে।

তদারকী কর্মকর্তা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, কোনো ধরণের নিম্নমানের সামগ্রী ব্যহার করা হয়নি। আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি।

উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে পারবে না। কাজ বন্ধ করা হয়েছে।খারাপ মালামাল সরিয়ে ফেলতে বলা হয়েছে।