ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

অবসরের সময় জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ এপ্রিল ২০২৪

অবসরের সময় জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

ছবি: সংগৃহীত

শিগগিরই ফুটবলকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা ভিয়েরা দা সিলভা। এরই মধ্যে ব্রাজিলের জার্সিতে নিজের শেষ বিশ্বকাপও খেলে ফেলেছেন। এখন কেবল ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর অপেক্ষা। কবে অবসর নিবেন সেটিও জানিয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। 

মার্তা বলেন, ‘এটি আমার শেষ বছর (২০২৪), আমি ইতোমধ্যে এর নিশ্চয়তা দিয়েছি। এমন মুহূর্ত থাকে যখন আমরা বুঝতে পারি সেই সময় (বিদায়ের) এসে গেছে। এ নিয়ে আমি শান্ত আছি, কারণ তরুণ অ্যাথলেটদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তার মাধ্যমে ফুটবলের ব্যাপক উন্নতি হবে বলে আমি অনেক আশাবাদী।’

এই বছর শেষেই অবসরের কথা বললেও, আরো একটি অলিম্পিকে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তোলার আশা করছেন মার্তা। তিনি বলেন, লেন, ‘আমি যদি অলিম্পিকে যেতে পারি, সেখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করব। কারণ সেটি অলিম্পিক হোক কিংবা অন্যকিছু, এটি ব্রাজিল জাতীয় দলে আমার শেষ বছর। ২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলে মার্তা বলে কোনো অ্যাথলেট থাকবে না।’

এর আগে তিনি পাঁচটি অলিম্পিকে অংশ নিয়ে দু’বার রোপ্য পদক পেয়েছিলেন (২০০৪ এবং ২০০৮)। এছাড়া নারী ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ছয়বারের ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেছেন এই সেলেসাও তারকা।