ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভারতে প্রথম এসি এনেছিল কোন কোম্পানি, কত সালে?

প্রকাশিত: ২৩:২৯, ২৪ এপ্রিল ২০২৪

ভারতে প্রথম এসি এনেছিল কোন কোম্পানি, কত সালে?

ছবি: সংগৃহীত

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এয়ার কন্ডিশনারের (এসি) চাহিদা। শরীর শীতল রাখার এ যন্ত্রটি এখন প্রস্তুত করছে অনেক কোম্পানি। তবে ভারতের বাজারে এ যন্ত্রটি তৈরির পথ দেখিয়েছিল কোন কোম্পানি? 
 
জানা যায়, ১৯৫৪ সালে ভারতে প্রথম লঞ্চ হয় এসি। ৭০ বছর আগে ভারতের প্রথম এসি বানিয়েছিল VOLTAS।
 
দীর্ঘ পথ পরিক্রমায় এই VOLTAS-এর হাত ধরেই ২০০৭ সালে ভারতে লঞ্চ হয় প্রথম স্প্লিট এসি। VOLTAS-ই প্রথম ভারতীয় বাজারে আনে স্টার রেটেড AC। 

সেই ৭০ বছর আগে থেকে আজ পর্যন্ত ভারতের বাজারে VOLTAS-এর এসি'র জনপ্রিয়তা তুঙ্গে। আজও VOLTAS-এর এয়ার কন্ডিশনার যন্ত্রের জনপ্রিয়তা সবার চেয়ে এগিয়ে।

সূত্র : নিউজ১৮