ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এই ফ্যান চালালেই কমবে ঘরের তাপমাত্রা

প্রকাশিত: ২৩:২১, ২৪ এপ্রিল ২০২৪

এই ফ্যান চালালেই কমবে ঘরের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

ঘরে গরম কমানোর জন্য কত কিছুই না করছেন। এমন যদি হয় যদি ফ্যান চালালেই শীতল হতে পারে আপনার ঘর! তাহলে কেমন হয়?

ভারতের বাজারে এসেছে এমনই একটি ফ্যান। নাম- ওরিয়েন্ট ক্লাউড থ্রি। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি, ফ্যান থেকে কোনো শব্দ বের হয় না, হাই স্পিডে চললেও কোন শব্দ হবে না। এতে রিমোট কন্ট্রোলের সুবিধাও রয়েছে।

রিমোট কন্ট্রোলের সুবিধা পাওয়ার জন্য আলাদা কিছু করতে হবে না। ঘরের যেখানে খুশি বসে এটি নিয়ন্ত্রণ করা যাবে।

তবে এই ফ্যানে রয়েছে ৪.৫ লিটার পানির স্টোরেজ। ফ্যান চালালেই এই পানি বাষ্প আকারে বের হয়ে ঘর শীতল করবে। যা ৮ ঘণ্টা পর্যন্ত চলবে।

এতে ৩ ধরনের স্পিড পাওয়া যাবে। পরিস্থিতি ও কুলিং অনুযায়ী স্পিড সেট করা যাবে। এয়ার কুলার না কিনে তারা এই ফ্যান দিয়েও শীতল করতে পারেন আপনার ঘর। 

ওরিয়েন্টের এই ফ্যান কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ১২ হাজার ২৪৯ টাকা।