অসমাপ্ত ৩০ প্রকল্প নতুন জীবন পেল আবার। ৬ থেকে ৯ বছর ধরে চলমান প্রকল্প, চলতি বছরের জুনেই সমাপ্তির জন্য নির্ধারিত ছিল। সমাপ্তির ব্যর্থতায় আবার এক বছর সময় দেয়া হলো। শেষ হয়নি ৯ বছরে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রকল্প, ৮ বছরেও বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ, উত্তরা লেক আট বছরেও উন্নয়ন করতে পারেনি।