ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

২৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধা চতুর্থ তালিকায় স্থান পেলেন

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ জুন ২০২১

২৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধা চতুর্থ তালিকায় স্থান পেলেন

চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত ৮ বিভাগের ৫৫ উপজেলার এ তালিকায় স্থান পেয়েছেন ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধা। এ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে

(www.molwa.gov.bd) পাওয়া যাবে। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের  ১৬৭ জন, সিলেট বিভাগের ৯১ জন ও রংপুর বিভাগের ৫৮ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২  হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

গাজীপুর কথা