ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

প্রকাশিত: ১৭:০০, ১৫ মার্চ ২০২১

১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

এক হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ৮৫৭ জন ও কলেজের ২৭১ জন শিক্ষক-কর্মচারী। সোমবার (১৫ মার্চ) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৮৫৭ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩ জন, চট্টগ্রাম অঞ্চলের ৯৯ জন, কুমিল্লা অঞ্চলের ৬০ জন, ঢাকা অঞ্চলের ১৪৮ জন, খুলনা অঞ্চলের ৯৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ১০০ জন, রাজশাহী অঞ্চলের ১১২ জন, রংপুর অঞ্চলের ১৫৪ জন এবং সিলেট অঞ্চলের ৪২ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

অপরদিকে কলেজের ২৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৮ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১ জন, কুমিল্লা অঞ্চলের ১৮ জন, ঢাকা অঞ্চলের ২৯ জন, খুলনা অঞ্চলের ৬৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৭ জন, রাজশাহী অঞ্চলের ৬২ জন, রংপুর অঞ্চলের ৪৫ জন এবং সিলেট অঞ্চলের ৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গাজীপুর কথা