ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হবিগঞ্জে নতুন বিদ্যুৎ সংযোগ পেল ৫২০ পরিবার

প্রকাশিত: ১৫:৪০, ১১ আগস্ট ২০২০

হবিগঞ্জে নতুন বিদ্যুৎ সংযোগ পেল ৫২০ পরিবার

হবিগঞ্জের বানিয়াচঙ্গের মুরাদপুর ইউনিয়নের ১০টি গ্রামের ৫২০টি পরিবারকে ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ বিদ্যুৎ সংযোগ প্রদানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। 

হোসেনপুর, গোয়ালহাটি, ইসলামপুর, মাটিকাটা, কান্দিপাড়া, পাগলসী, নীলহাটি, কামারগাও নীল হোসেনপুর, বিথঙ্গল আংশিক গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা পল্লীবিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইসরাত কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দছ শামীম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, ইউপি সদস্য দোলন মেম্বার, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী প্রমূখ। 

গাজীপুর কথা