ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সড়ক প্রশস্তকরণের জন্য মা-বাবার কবর ও মসজিদ সরিয়ে দিলেন মন্ত্রী

প্রকাশিত: ১৭:১৬, ২ এপ্রিল ২০২১

সড়ক প্রশস্তকরণের জন্য মা-বাবার কবর ও মসজিদ সরিয়ে দিলেন মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি নিজের বাবা-মায়ের কবর, মসজিদ ও সীমানা দেয়াল ভেঙে দিয়েছেন সড়ক প্রশস্তকরণের স্বার্থে। মন্ত্রী এই উদারতা দেখিয়েছেন নগর মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলমের অনুরোধে। মন্ত্রী নিজে উপস্থিত থেকে এসব স্থাপনা অপসারণে সহায়তা করেছেন। এ সময় মেয়র জাহাঙ্গীর আলম মন্ত্রী আ ক ম মোজাম্মেলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মেয়র জাহাঙ্গীর আলম জানান, সাধারণ মানুষের চলাচলের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গাজীপুর সিটির সবক’টি ওয়ার্ডে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগরের দক্ষিণখান এলাকায় সড়ক আগের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রশস্ত করে ৩০ ফুট প্রশস্ত করার স্বার্থে মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিজের মা-বাবার কবরস্থান, মসজিদ ইত্যাদি স্থানান্তরের সুযোগ করে দিয়েছেন। সরকারিভাবে জমি ক্রয় করে সড়ক প্রশস্তকরণ সম্ভব নয়, তাই নগরবাসীর চলাচলের সুবিধার্থে তিনি এই উদারতা দেখিয়েছেন। নিজস্ব ও পারিবারিক স্বার্থ ত্যাগ করে, বিশেষ করে নিজের মা-বাবার কবরস্থান সরানো, এবং আল্লাহর ঘর মসজিদ সরিয়ে দিয়ে সড়ক সম্প্রসারণের জন্য এগিয়ে এসেছেন তিনি।
উপরন্তু মন্ত্রীর সহায়তায় গোটা সিটি করপোরেশনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে।

গাজীপুর কথা