ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

স্বাস্থ্যবিধি না মানায় কাপাসিয়ায় ১০ জনকে জরিমানা

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ জুন ২০২০

স্বাস্থ্যবিধি না মানায় কাপাসিয়ায় ১০ জনকে জরিমানা

বিশ্ব মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় স্বাস্থ্য বিধি না মানায় ১০ জনকে সোমবার ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমাল আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় চলমান করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কাপাসিয়ার রাওনাট বাজার, রাণীগঞ্জ বাজার ও তরগাঁও ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বঝায় না মেনে চলাফেরা করা, অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে ১০ জনকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

গাজীপুর কথা