ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল সংসদে উত্থাপন

প্রকাশিত: ১৫:১৯, ৭ সেপ্টেম্বর ২০২০

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল সংসদে উত্থাপন

সুনামগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল- ২০২০’ সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এই বিল উত্থাপন করেন।

বিলটি এক মাসের মধ্যে পরীক্ষাপূর্বক সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

গত ২ মার্চ  ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল- ২০২০’ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সক্ষমতা অর্জনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা এবং পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, 'শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মহান জাতীয় সংসদে আজ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ উত্থাপন করেছেন। বিলটি এক মাসের ভেতর পরীক্ষাপূর্বক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।'

তিনি বলেন, 'সুনামগঞ্জের জন্য আজ আনন্দের দিন। সংসদে আসার পর থেকে সবসময় আমার বক্তব্যে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছিলাম। বিলটি সংসদের উত্থাপন করায় কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং সুনামগঞ্জের সন্তান মাননীয় পরিকল্পনামন্ত্রীকে ধন্যবাদ জানাই।'

গাজীপুর কথা