ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সাইবেরিয়ায় ডিম ও নুডলস জমে বরফ

প্রকাশিত: ১৪:৫৩, ৩০ ডিসেম্বর ২০২০

সাইবেরিয়ায় ডিম ও নুডলস জমে বরফ

ঠান্ডায় বিভিন্ন পানীয় জাতীয় জিনিষ জমে যায়। নারকেল তেলও জমে যায়। কিন্তু তাই বলে ডিম? নুডলস?  হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাও ঘটেছে। রাশিয়ার সাইবেরিয়ায়। ঠাণ্ডা হাওয়ার জেরে ডিম ও নুডলস জমে গিয়েছে সে দেশে। এবং সেই বরফ-ডিম ও বরফ-নুডলসের ছবি রীতিমতো ভাইরালও হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে একটি প্লেট ৷ সেই প্লেটের উপর জমে গিয়েছে ডিমটি। পাশের বাটিতে নুডলস ৷ চামচ দিয়ে খাওয়ার জন্য সেটি তুলতে যেতেই দেখা গিয়েছে জমে গিয়েছে সেটিও!

জানা গিয়েছে, বিরল এই ছবিটি সাইবেরিয়ার নোভোসিবির্স্কের। এখানে এ বারের ক্রিসমাসে প্রচন্ড ঠান্ডা পড়েছে৷ তাপমাত্রা প্রায় -৪৫ ডিগ্রি হয়ে গিয়েছে৷ মানুষ ঠাণ্ডার জেরে বাড়ি থেকে বেরতেই পারছেন না ৷ অবশ্য এমনিতে এই শহরে বছজুড়েই ঠাণ্ডা থাকে৷ তবে মুখের খাবার জমে যাওয়া? নাহ্! এতটা ঠাণ্ডার কামড় সম্ভবত আগে দেখেনি নোভোসিবির্স্কের শহর।

গাজীপুর কথা