ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ এপ্রিল ২০২১

শ্রীপুরে শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা

খেতে ধান পেকে গেছে। আছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। দ্রুত ঘরে তুলতে হবে। কিন্তু করোনাকালীন শ্রমিক পাচ্ছিলেন না বর্গাচাষি দুলাল মিয়া। খবর পেয়ে রোববার (১৮ এপ্রিল) ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাশাহরা গ্ৰামের বর্গাচাষি দুলাল মিয়ার ধান কেটে দেন। গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা সুলতান সিরাজের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধান কাটা শুরু হয়। দুপুর পর্যন্ত তারা দুলাল মিয়ার এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। কৃষক দুলাল মিয়া বলেন, ধান ঘরে তুলতে পেরে তার বড় উপকার হলো।

ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা করতে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ে থেকে নির্দেশনা আছে। তাছাড়াও করোনাকালীন মানবিক দিক বিবেচনা করে তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। কোনো কৃষক শ্রমিক সংকটে পড়লে তারা ধান কেটে ঘরে তুলে দেবেন বলে জানান তিনি।

গাজীপুর কথা