ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে মানুষের সেবা করে যাচ্ছেন চিকিৎসক এএসএম ফাতেহ আকরাম

প্রকাশিত: ১৪:২৩, ৩০ জুন ২০২০

শ্রীপুরে মানুষের সেবা করে যাচ্ছেন চিকিৎসক এএসএম ফাতেহ আকরাম

গাজীপুর জেলার শিল্পায়নে ঘনবসতি হিসেবে পরিচিত শ্রীপুর উপজেলা। প্রায় ৮ লাখ মানুষ অধ্যুষিত এই উপজেলায় ৫০ শয্যার সরকারী হাসপাতাল থাকলেও জনবল পাওয়া যায়নি দীর্ঘদিনেও। কোভিড-১৯ এই সংকটকালীন মুহুর্তে সীমিত জনবল দিয়ে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত থাকলেও তা পর্যাপ্ত নয়।

এছাড়াও কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তবে এই সংকটে একজন মানুষ মানবিকতার পরিচয় দিয়ে শ্রীপুর বাসীর পাশে দাঁড়িয়েছেন। তিনি মানবিক চিকিৎসক এএসএম ফাতেহ আকরাম দোলন। তিনি একাই কোভিড-১৯ রোগীদের ব্যবস্থাপনার পাশাপাশি বর্হিবিভাগে প্রতিদিন প্রায় ২শতাধিক রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন।

তার পরিচয় তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক। গত মার্চ হতে তিনি একনাগারে রাত দিন সমান করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন রোগীদের। হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা কোভিড-১৯ পর কাজে ফাঁকি দিলেও ভোর থেকে গভীর রাত হাসপাতালে সব ধরনের রোগী কাছে পাচ্ছেন এই চিকিৎসককে। এছাড়াও কোভিড রোগীদের চিকিৎসা, ফলোআপ,আইসোলেশন ও কর্মরত স্বাস্থ্য কর্মীদের খোঁজ খবর রাখার মাধ্যমেই দিন কেটে যাচ্ছে তার। 

গাজীপুর কথা