ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে মা ও তিন সন্তান হত্যা : বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা

প্রকাশিত: ১২:০৮, ১৭ মে ২০২০

শ্রীপুরে মা ও তিন সন্তান হত্যা : বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা

গাজীপুরের শ্রীপুরে মা ও তিন সন্তান হত্যা মামলায় বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল। রবিবার (১৭ মে) তিনি এ তথ্য জানান।

সচেতনতামূলক সংগঠন আলোর মঞ্চের সভাপতি আব্দুন নুর দুলাল বলেন, ‘একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যার ঘটনাটি মানুষের মনের তীব্র ঘৃণা সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধ যেন সমাজে আর না ঘটতে পারে তাই আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার আশা করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবো।’ 

গাজীপুরে নিহত তিন শিশু ও তাদের মাতিনি আরও বলেন, ‘আমরা মামলাটির বিষয়ে যোগাযোগ রেখে চলেছি। মামলার তদন্ত পর্যবেক্ষণ করছি। আশা করছি মামলার প্রতিটি শুনানির দিন সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করতে গাজীপুর আদালতে যাবেন। সেখানে গিয়ে তারা মামলার শুনানি করবেন। কেননা এটি বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা।’ ব্যক্তি উদ্যোগেই ক্ষতিগ্রস্ত পরিবারবারটিকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান আইনজীবী আব্দুন নুর দুলাল।

গত ২৩ এপ্রিল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ রোড (আবদার) এলাকার মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের দোতলা বাড়ির একটি কক্ষ থেকে তার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘর থেকে ছোরা ও একটি বটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে নিহত গৃহবধূ স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
আসামি পারভেজ

এরপর পুলিশ ও র‌্যাবের অভিযানে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছে- কাজিম উদ্দিন (৫০), কাজিমের ছেলে পারভেজ (২০), হানিফ (৩২), বশির (২৬), হেলাল (৩০) ও এলাহি মিয়া (৩৫)।

গাজীপুর কথা