ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই পোশাক কারখানাকে জরিমানা

প্রকাশিত: ০৮:৩২, ৩ জুলাই ২০২০

শ্রীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই পোশাক কারখানাকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় পোশাক কারখানার ওয়াশিংয়ের বর্জ্য পেলে নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ের দুইটি পোশাক কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, শ্রীপরে উপজেলার বড় বাজার এলাকার ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, নদীর স্বাভাবিক প্রবাহ রোধ ও নদীর উপর অবৈধ স্থাপনা করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে । পাশাপাশি অবৈধ স্থাপনা ৩ মাসের মধ্যে সরিয়ে ফেলা নির্দেশ দেয়া হয় ।

এছাড়া পাশের ইন্টিগ্রেটেড টেক্সটাইল লিমিটেডকে ইটিপি ব্যতীত কারখানা চালু রাখা এবং নদীতে বর্জ্য পেলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক শেখ মোজাহিদসহ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা