ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে গরু চুরি করতে না পেরে ট্রাক ফেলে পালালো চোর

প্রকাশিত: ১৫:৫০, ২৯ জুলাই ২০২০

শ্রীপুরে গরু চুরি করতে না পেরে ট্রাক ফেলে পালালো চোর

গাজীপুরের শ্রীপুরে তিন কৃষকের পাঁচ গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় কাঁচা সড়কে কাদায় ট্রাক ফেঁসে গেলে ট্রাক ও গরু রেখে পালিয়েছে চোরের দল। বুধবার ভোর সাড় তিনটার দিকে এ ঘটনা ঘটে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান দিপক জানান, মাঝ রাতে কালমেঘা চালা গ্রামের আব্দুল আজিজের ছেলে ইউসুফ, মতিউর ও মোস্তফার পাঁচটি গরু ট্রাকে তুলে পালিয়ে যায় চোরের দল। কিন্তু ভোর সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী গোদারচালা পূর্ব পাড়া জমির আলীর বাড়ির পাশে গরুসহ ট্রাকটি কাদাযুক্ত কাঁচা সড়কে আটকে যায়। এ সময় চোরের দল ট্রাক থেকে গরু নামিয়ে ট্রাকটি ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ট্রাক উঠাতে ব্যর্থ হলে ও স্থানীয়রা টের পাওয়ায় গরু ও ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় পাশের ঈদগাহ মাঠ থেকে একটি ও বাগান থেকে চারটি গরু উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস বলেন, পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে গরুগুলো কৃষকরা নিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হলেও তা ফেঁসে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজীপুর কথা