ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে খালের জমি দখল করে বর্জ্য ফেলায় ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৫:৫৫, ৯ জুলাই ২০২০

শ্রীপুরে খালের জমি দখল করে বর্জ্য ফেলায় ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে সালভো কেমিক্যাল নামক একটি কারখানাকে খালের জমি জবর দখল করে ওই জমিতে অপরিশোধিত ভাবে  বর্জ্য ফেলার অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার নয়নপূর এলাকার সালভো কেমিক্যাল কারখানা কর্তৃপক্ষ কে এ জরিমানা করা হয়।  

জানা যায়, সালভো কেমিক্যাল কারখানার কর্তৃপক্ষ  লবলং খালের জায়গা অবৈধভাবে দখল করে ও কারখানার অপরিশোধিত বর্জ্য  সরাসরি খালে ফেলে দূষণের সৃষ্টি করছিল।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সালভো কেমিক্যাল কারখানা কর্তৃপক্ষকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে খালের উপরের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা