ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ জনকে জরিমানা

প্রকাশিত: ১৫:৫৪, ২৬ জানুয়ারি ২০২১

শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ জনকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আওতাধীন মেসার্স সোলার সিরামিকস, মেসার্স সিআরসি টেক্সটাইল ও মেসার্স স্কয়ার ফ্যাশন সংলগ্ন, উত্তর ভাংনাহাটি, কেওয়া উজিলাব, শ্রীপুর এলাকার ৪টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ১ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের আড়াই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩শ মিটার পাইপ লাইন অপসারণ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৪শ ৫০ টি বাড়ির আনুমানিক ৯শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনা কালে মোবাইল কোর্ট কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযান পরিচালনা কালে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী কে. এইচ. ফয়সাল আহমেদ প্রমুখ। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা