ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিবসে কাপাসিয়ায় সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১৫:২৩, ৮ আগস্ট ২০২০

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিবসে কাপাসিয়ায় সেলাই মেশিন বিতরণ

গাজীপুর  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোেগে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিবস উপলক্ষে নারীদের আত্ম কর্মসংস্হানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা হয়েছে। 

৮ আগষ্ট শনিবার দুপুর উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুষ্ঠান হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা.ইসমত আরার সভাপতিত্বেঅনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো আমানত হোসেন খান। বক্তব্য রাখেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আসাদুজ্জামান, রওশন আরা সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে মিশে আছে। মহীয়সী নারীর প্রেরণা  বাস্তবে কাজে লাগিয়ে জীবনের গতি পরিবর্তন করাই আমাদের আজকের শপথ হোক।  এড.মো.,আমানত হোসেন খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মানুষ কে ভালোবেসে অনেক কাজ করেছেন।আমাদের নারীরা জন্মদিবস থেকে শিক্ষা গ্রহণ করে  আত্মা প্রত্যয়ী হবে বলে বিশ্বাস করি। পরে কাপাসিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

গাজীপুর কথা