ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শীতে ঠোঁটের শুষ্কতা দূর করতে ঘরেই বানিয়ে নিন লিপ বাম

প্রকাশিত: ১২:৪২, ৪ জানুয়ারি ২০২১

শীতে ঠোঁটের শুষ্কতা দূর করতে ঘরেই বানিয়ে নিন লিপ বাম

শীতকালে হাত পায়ের পাশাপাশি ঠোঁটও শুষ্ক হয়ে যায়। ফেটে গিয়ে চামড়া ওঠা, রক্ত বের হওয়া, ঘা হয়ে যায় অনেকের। এজন্য লিপবাম ব্যবহার করেন নিশ্চয়। তারপরও ঠোঁট ফাটা রোধ করা যায় না। অন্যদিকে কেমিকেল পণ্য ব্যবহার করে ঠোঁট কালচে ছোপ পড়ে যায়। 

এজন্য ঘরেই লিপবাম ব্যবহার করতে পারেন। এতে করে ঠোঁট ফাটা রোধ হবে, আবার গোলাপিও হবে। চলুন ঘরে লিপবাম তৈরি করার পদ্ধতি জেনে নেই-

লিপ বাম তৈরি করতে দুই চামচ নারকেল তেল, এক চা চামচ শিয়া বাটার, এক চামচ মধু, আধা চামচ বিট পাউডার, এসেনশিয়াল অয়েল এবং এক চামচ ক্যাস্টর অয়েল নিন। একটি প্যানে নারকেল তেল, শিয়া বাটার এবং ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে মধু, বিট পাউডার এবং এসেনশিয়াল অয়েল দিন। এর পরে এটি একটি ছোট কৌটো বা জারে রাখুন। তারপর এটি ফ্রিজে রাখুন। এই লিপ বাম ব্যবহার করতে পারেন। 
 

গাজীপুর কথা