ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শিক্ষক ও ছাত্রদের শিক্ষনীয় গল্প

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ জুন ২০২০

শিক্ষক ও ছাত্রদের শিক্ষনীয় গল্প

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন....

৯ x ১ = ৭ ,
৯ x ২ = ১৮,
৯ x ৩ = ২৭,
৯ x ৪ = ৩৬,
৯ x ৫ = ৪৫,
৯ x ৬ = ৫৪,
৯ x ৭ = ৬৩,
৯ x ৮ = ৭২,
৯ x ৯ = ৮১,
৯ x ১০ = ৯০.

লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন, দেখলেন সবাই মিটিমিটি হাসছে।

তিনি বললেন, “ আমি জানি তোমরা কেন হাসছো, আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি। আমি প্রথম লাইন ভুল লিখেছি তোমাদের কে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য।

” ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে শুনছিলো। শিক্ষক আবার বলা শুরু করলেন, “ দেখো, আমি নয় টা লাইন সঠিক লিখেছি। এ জন্য তোমরা আমার প্রশংসা করোনি বা ধন্যবাদ ও দাও নি, অথচ একটা লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো , সমালোচনা করছো।

”এটাই পৃথিবী নিয়ম এটাই বাস্তবতা, তুমি হাজার টা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না, একটা সামান্য ভুল পূর্বে সব ভাল কাজকে নষ্ট করে দিয়ে সমালোচনার সৃষ্টি করে।

আমি মানুষ, আমার ভুল স্বাভাবিক, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। আর ভুলের জন্য সমালোচনা না করে আমাকে শুদ্ধরে দিলে আমি শুদ্ধ হবো এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।

-সংগৃহীত

গাজীপুর কথা

আরো পড়ুন