ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শনিবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশিত: ১৩:৫৮, ১০ ডিসেম্বর ২০২০

শনিবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট প্রত্যাহার না হলেও বিকল্প মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে শনিবার (১২ ডিসেম্বর) থেকে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ সংবাদ সম্মেলনে জানান ধর্মঘট প্রত্যাহার না হলেও বিকল্প মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি পালন করা হবে।

সিভিল সার্জন আরও বলেন, গত মার্চ মাসে হাম-রুবেলার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। শীতে যেহেতু নিউমোনিয়াসহ হাম-রুবেলার প্রাদুর্ভাব থাকে সেহেতু সরকার নির্ধারিত সময়ের মধ্যে খাগড়াছড়ি জেলায় টিকাদান কর্মসূচি সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ১ লাখ ৪০ হাজার ৩ জন শিশুকে ২ হাজার ৭ শ ৩৬ টি কেন্দ্রে ১ম ডোজের হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

হবিগঞ্জ:

হবিগঞ্জে ৫ লাখ ৭৯ হাজার ৭শ’ ৪৬ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা। ১২ ডিসেম্বর থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে শিশুদের এ টিকা প্রদান কার্যক্রম। ৯ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে।

দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে এক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মুস্তাাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমানান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আগামী বছরের ১২ জানুয়ারি টিকা প্রদান কার্যক্রম শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য সহকারীদের লাগাতার ধর্মঘটের মধ্যেও আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম- সংবাদ সম্মেলনে বরিশালের সিভিল সার্জন।

বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনে আয়োজনে এ কর্মবিরতি পালিত হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে (স্বাস্থ্য সহকারী) বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালে ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করে দেন। এ ছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের দাবি মেনে নিয়ে লিখিত সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। সে অনুযায়ী  এখনো কোনো সুবিধা পাইনি তারা। প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় তারা।

এ ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলাতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

গাজীপুর কথা