ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

লোকাল বাসে হাঁচি দেয়ায় করোনা সন্দেহে গণপিটুনি

প্রকাশিত: ০৪:০১, ১০ মার্চ ২০২০

লোকাল বাসে হাঁচি দেয়ায় করোনা সন্দেহে গণপিটুনি

প্রতীকি ছবি

সারাবিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে জর্জরিত। প্রতিদিনই নতুন করে অসংখ্য মানুষের এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হবার খবর আসছে। বিভিন্ন শহরে ভাইরাস আতঙ্কে ঘটছে মানবসৃষ্ট নানান দুর্ঘটনা।
সেরকমই এক ঘটনা ঘটে গেলো আজ সকালে একটা লোকাল বাসে। সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভারতের দক্ষিণ প্রদেশের কেরালা শহরের একটি লোকাল বাসে করে ৬৯ জন যাত্রী যার যার পার্সোনাল কাজে যাচ্ছিলো। ২৫ সিটের বাসে ৬৯ জন উঠায় খুব ভীড় ছিলো ওই বাসে। একেক জনের শরীরের উপর ৩-৪ জন করে ঠ্যাস দিয়ে কোনোমতে দাঁড়িয়ে ছিলো।
এরই মাঝে এক যাত্রীর প্রচন্ড হাঁচির উদ্রেগ হয় এবং কোনো প্রকার সতর্কতা ছাড়াই সে হাঁচি দেয়। এসময় তার নাক থেকে থকথকে এবং খানিকটা আঠালো কিছু পদার্থ বের হয়ে তার পার্শ্ববর্তী কয়েকজন যাত্রীর গায়ে গিয়ে পরে।

শুরু হয় তাদের মধ্যে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ভীড়ের মধ্য থেকে একজন ওই হাঁচি দেয়া ব্যাক্তিকে করোনা ভাইরাস বলে আখ্যায়িত করায় সে ক্ষিপ্ত হয়ে যায়। শুরু হয়ে যায় হাতাহাতি। ধীরে ধীরে বাসের যাত্রীরা সবাই সেই হাতাহাতিতে অংশগ্রহন করে এবং ফলাফলে সতেরো জন যাত্রী আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে উপযুক্ত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। যদিও এই ঘটনার সত্যতা এখনো পাওয়া যায় নি। 

গাজীপুর কথা