ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

লকডাউন কাকে বলে? জেনে রাখুন!

প্রকাশিত: ০৩:২৪, ২৭ মার্চ ২০২০

লকডাউন কাকে বলে? জেনে রাখুন!

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পার্শ্ববর্তীদেশ ভারতের কলকাতাসহ কয়েকটি রাজ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞও বলছেন লকডাউনের কথা। কিন্তু লকডাউন কাকে বলে, অনেকের মনেই ঘুরছে এই প্রশ্ন।

লকডাউনের আক্ষরিক অর্থ, জরুরি পরিস্থিতিতে মানুষকের গতিবিধি বন্ধ করে দেওয়া। প্রিভেন্টিভ বা সতর্কতামূলক লকডাউন এবং এমার্জেন্সি লকডাউন।  একাধিক শহরে যে লকডাউন জারি হচ্ছে, তা সতর্কতামূলক লকডাউন।

সোজা কথায় জনগণের স্বার্থেই প্রশাসন চাইছে যাতে অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে পা না রাখেন। ফলে এই লক ডাউন আতঙ্কের নয়, স্বস্তির।

লকডাউনের আওতায় পড়বেনা কোনও জরুরি পরিষেবা। খাবার-ওষুধ, জ্বালানি মিলবে অন্য সময়ের মতোই। হাসপাতাল, অ্যাম্বুল্যান্স , জরুরি পরিষেবাও লকডাউনের আওতায় আসবে না।

গাজীপুর কথা