ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রিজভীর পদত্যাগে ১৬ কলা পূর্ণ হলো বিএনপির

প্রকাশিত: ১৫:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৮:০০, ৩০ ডিসেম্বর ১৯৯৯

রিজভীর পদত্যাগে ১৬ কলা পূর্ণ হলো বিএনপির

যেটুকু বাকি ছিলো সেটুকুও হারিয়ে ফেললো বিএনপি।  একটি ঘরের মধ্যে বিবৃতি পাঠক হিসাবে পরিচিত রুহুল কবির রিজভী শেষ অবধি থাকতে পারলেন না বিএনপিতে। কথিত শোনাযায় এখানেও সেই পলাতক আসামী তারেকের ছোবল।  

অন্যদিকে বিশ্বস্ত সূত্রে শোনা যাচ্ছে ব্যারিস্টার মওদুত ও নেই, থাকলেও থাকতে হবে পলাতক আসামী তারেকের মতো একজন ব্যক্তির লাঠির ডগায়।  সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার মওদুতের যে বহিষ্কার বার্তা ছড়িয়ে পড়েছে তার সম্পূরক বার্তায় বলা হয় মহাসচিব মির্জা ফকরুলের এই বহিস্কার আদেশের ফলে জনাব রিজভী সাহেব অসন্তুষ্ট। 

 

যাই কিছু ঘটুক বিএনপির কেন্দ্রীয় দন্দ যে চরমে তাতে সন্দেহ নেই।  রাত পার হলেই জাতীয় নির্বাচন। এমন সময় কর্মি শূন্য বিএনপির যেটুকু ছিলো সেটুকুও ভাটির টানে পড়ে গেলো বিবৃতি পাঠক বিএনপির ত্যাগী রাজনীতিজ্ঞ জনাব রুহুল কবির রিজভীর পদত্যাগ এবং ব্যারিস্টার মওদুতের বহিস্কার। 

 

দেখার বাকি আর কে কে যায়,  কারণ টেলিফোন ফোনালাপে জনাব বুলুর মতো নেতাও মহাসচিবকে সাপের পা দেখেছে বলে উল্লেখ করেছে।  যা রিতিমতো মহাসচিববের উপরে অনাস্থা। 

 

পরিষ্কার হয়ে গেলো বিএনপির ভাঙন।  সময়ের আবর্তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার বিষয়।  

ড. কামাল নিশ্চই বুঝতে পারছেন এখন রাজনীতি এতো সহজ নয়। 

 

তবে তিনি এটুকু পেরেছেন,  " নির্বাচন কমিশন ভবন উড়িয়ে দেবার মতো হুমকি" বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে।  

সন্ত্রাসবাদ ফিরিয়ে আনার চেষ্টায় তিনি প্রাথমিক ভাবে সফল, পরিবর্তনের কথা বলে রক্তের নেশায় আসক্ত করায় তিনি সফল।  

কোথায় সেই আসম আব্দুর রব, জনাব মান্না, জনাব কাদের সিদ্দিকি?  আপনারা আসুন কিছু ঐক্যের কথা বলুন।  

 

একটি এগিয়ে যাওয়া দেশকে পিছন থেকে টেনে ধরতে গিয়ে কোথায় হারিয়ে গেলেন?  আপনাদের জাতিয় ঐক্য এখন ভাংনের দরজায়।  

আপনাদের জননী বেগম খালেদা জিয়া, ছেলে তারেক রহমান মুক্ত বিএনপি এখন মির্জা ফকরুল সাহেবের হাতে।  আপনারা কোথায় খুঁজেছেন কখনও?  

 

বিএনপির কি হবে সেটা চিন্তার নয়,  তবে নির্বাচন কমিশন ভবন আপনারা ছুয়েও দেখতে পারবেন না।  দেশের কোন সম্পদ আর আপনারা নষ্ট করতে পারবেন না। সে ক্ষমতা আপনাদের নেই। এখন ২০১৮ সালের বাংলাদেশ।  বিগত ১০ টি বছরে সে অনেক পথ পাড়ি দিয়েছে।

 

তারপরেও সত্যি যদি তেমন কিছু হয়, তাহলে জনতার আদালতে তার জবাব দেবার জন্য তৈরি থাকবেন তথাকথিত ঐক্যফ্রন্ট।

 

লেখক : কলামিস্ট, সাধারণ সম্পাদক, দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন

গাজীপুর কথা

আরো পড়ুন