ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রমজানজুড়ে রোজাদারের বিশেষ ৬ আমল

প্রকাশিত: ০৯:০১, ২০ এপ্রিল ২০২১

রমজানজুড়ে রোজাদারের বিশেষ ৬ আমল

রহমত ও কল্যাণের মাস রমজান। এ মাসের কল্যাণ লাভে রয়েছে বিশেষ ৬ আমল। রোজাদার মুমিন মুসলমান মাসব্যাপী কল্যাণ ও সাওয়াবের যে ৬ আমল করবেন, তাহলো-

> তারাবিহ নামাজ পড়া
‘হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সাওয়াব লাভের আশায় ক্বিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’ (বুখারি)

> শেষ রাতে সাহরি খাওয়া
অল্প হলেও রোজা রাখার নিয়তে শেষ রাতে সাহরি খাওয়া কল্যাণের। অন্তত একটি খেজুর দিয়ে হলেও সাহরি খাওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘তোমরা সাহরি খাবে, কেননা এতে অনেক বরকত রয়েছে।’ (বুখারি)

> খেজুর দিয়ে ইফতার করা
ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর দিয়ে ইফতার করা। খেজুর না পেলে সাদা পানি পানে ইফতার করা। হাদিসে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর খেয়ে (মাগরিবের) নামাজের আগে রোজা ভঙ্গ করতেন।’ (আবু দাউদ)

> ইফতারে দেরি না করা
সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। সময় হওয়ার পর অযথা রোজা ভাঙতে দেরি না করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলঅইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে, যতদিন তারা (সময় হওয়ার সঙ্গে সঙ্গে) তারাতারি ইফতার শুরু করবে।’ (মুসলিম)

গাজীপুর কথা