ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

যুবলীগের নেতৃত্বে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু

প্রকাশিত: ১৬:৩২, ২১ এপ্রিল ২০২০

যুবলীগের নেতৃত্বে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সেলিম আজাদের নেতৃত্বে শ্রমিক না পাওয়া অসহায় কৃষকের ধান কাটা শুরু করেছেন।উপজেলার ফুলবাড়িয়া উত্তর পাড়ায় যুবলীগের কর্মী নিয়ে দুজন কৃষকের ৫বিঘা জমির পাকা ধান কেটে দেন।

সেলিম আজাদ বলেন উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার কৃষকের জমির বোর ধান পেকে রয়েছে। তারা শ্রমিকের অভাবে তাদের পাকা ধান কাটতে পারছেনা। দেশে করোনা ভাইরাস সংক্রমনের কারনে এক এলাকার লোকজন অন্য এলাকায় যাতায়াত বন্ধ করে দিয়েছে । এজন্য গাজীপুরের কালিয়াকৈর বিভিন্ন এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হকের দিক নির্দেশনায় যাতে কোন কৃষক তাদের ধান কাটতে না পাড়ায় তাদের খাদ্যের সংকট না দেখা দেয় এজন্য গাজীপুর জেলা যুবলীগের কর্মীরা গাজীপুরের যেখানেই শ্রমিকের অভাবে কৃষক তাদের ফসল কাটতে পারবেনা আমরা সেখানেই গিয়ে তাদের ফসল কেটে বাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। 

গাজীপুর কথা