ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ময়মনসিংহের ভালুকায় একুশে বইমেলা শুরু

প্রকাশিত: ১৬:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২০

ময়মনসিংহের ভালুকায় একুশে বইমেলা শুরু

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ৭ দিনব্যাপী ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন বই মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংরক্ষিত মহিলা আসনের এমপি ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন মনিরা সুলতানা মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফ আহাম্মেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আসনের সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু, গফরগাঁও আসনের সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ডেপুটি এর্টনি জেনারেল শাহ আশরাফুল হক জর্জ, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান কবি ড. সেলিনা রশিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকিবসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২১ ফেব্রুয়ারি শুরু হওয়া ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন বই মেলা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বইয়ের স্টল দেয়া হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে এই বইমেলা।

গাজীপুর কথা

আরো পড়ুন