ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুশফিকের ব্যাট কিনে যা বললেন আফ্রিদি

প্রকাশিত: ১৬:২৮, ১৫ মে ২০২০

মুশফিকের ব্যাট কিনে যা বললেন আফ্রিদি

করোনাভাইরাস মোকাবিলায় নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করেছেন মুশফিকুর রহিম। প্রায় ১৭ লাখ টাকায় ব্যাটটি কিনে নিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ব্যাটটি কেনার পর মুশফিক ও বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য একটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি। 
ভিডিওবার্তায় আফ্রিদি বলেন, 'আসসালামু আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এ কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।'

এই সাবেক অলরাউন্ডার আরো যোগ করেন, 'অতীতে বাংলাদেশে আমি যে পরিমানে ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগন ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়।'

মহামারি থেকে দ্রুত উত্তোরণে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আফ্রিদি বলেন, 'আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।'

গত ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত মুশফিকুর রহিমের ব্যাটটির নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই ব্যাট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

গাজীপুর কথা