ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুম্বাইয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি!

প্রকাশিত: ০৯:৩১, ১৪ মার্চ ২০২১

মুম্বাইয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলছে নানা তোড়জোড় ও আয়োজন। যাতে জড়িয়ে আছে দুই দেশের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’ও। নির্মাতা শ্যাম বেনেগাল চেষ্টা করছেন ২৬ মার্চের আগেই মুম্বাইয়ে চলা শুটিং শেষ করতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। ৯ মার্চ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ৮৬ বছর বয়সী এই বিখ্যাত নির্মাতাকে শুটিং ফ্লোরে পাওয়া গেলো আগের মতোই সক্রিয়। বিশাল সেটের প্রতিটি খুঁটিনাটি তার নজরে। মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জীবনের প্রথম দিকের ঘটনা এবং ঘরোয়া বিষয়গুলো ক্যামেরায় ধরে রাখতে ব্যস্ত ছিলেন তিনি। সে অনুযায়ী সাজানো হয়েছে সেট।

মুম্বাইয়ের এই সেটে বসানো হয়েছে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু জাদুঘর’ আদলের ঐতিহাসিক বাড়ি। ভেতরের একটি দৃশ্যে দেখা যাবে ১৯৭০-এর গোড়ার কথা। খাওয়ার টেবিলে শেখ মুজিবুর রহমান। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা ভাত বেড়ে দিচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না, তার মন খারাপ। উনার মনে পড়ছে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কথা। তাই তিনি বেশ উদাস। নির্মাতা বলেন, ‘যুদ্ধের দৃশ্য আর জনসমাবেশের শুটিং হবে বাংলাদেশে। সেখানকার কাজও যথেষ্ট চ্যালেঞ্জিং।’

গাজীপুর কথা