ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুভমেন্ট পাস: ৪৬ ঘণ্টায় ১৬ কোটি হিট!

প্রকাশিত: ১৬:০৬, ১৫ এপ্রিল ২০২১

মুভমেন্ট পাস: ৪৬ ঘণ্টায় ১৬ কোটি হিট!

কঠোর নিষেধাজ্ঞার সময় জরুরি কাজের জন্য কেউ বাইরে বের হতে চাইলে দরকার পড়ছে মুভমেন্ট পাসের। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে ওয়েবসাইটে ও অ্যাপে আবেদনের মাধ্যমে মুভমেন্ট পাস নিয়ে একজন ব্যক্তি একবার সর্বোচ্চ তিন ঘণ্টার জন্য ঘরের বাইরে থাকতে পারবেন। তবে এই অ্যাপটি চালু হবার ৪৬ ঘন্টার মধ্যে এই অ্যাপটিতে হিট হয়েছে প্রায় ১৬ কোটি বার। আর মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন ৪ লাখ ৯৭৭ জন মানুষ।

মুভমেন্ট পাস অ্যাপটি চালু করার পর হতে প্রথম ৪৬ ঘণ্টায় প্রায় ১৬ কোটি মানুষ নক/হিট করেছে, বাংলাদেশ পুলিশের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে এমনটিই জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে আরো জানানো হয়, গত ১৩ এপ্রিল বেলা ১১ টায় এটি উদ্বোধন হওয়ার পর থেকে আজ (১৫ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত ওই ওয়েবসাইটে মোট ১৫ কোটি ৯৯ লক্ষ ২২ হাজার ৬৫ টি নক/ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে ৫৭ হাজার ৯৪২ টি হিট/নক হচ্ছে।

উক্ত ৪৬ ঘন্টায় মোট ৪ লাখ ৯৭৭ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ৩ লাখ ১৬ হাজার ৮০১ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, একজন ব্যক্তি জরুরি প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ পনেরোটি মুভমেন্ট পাস পেতে পারবেন।

গাজীপুর কথা