ঢাকা,  বুধবার  ১৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুজিববর্ষ উপলক্ষে ভালুকায় গ্রামীণ সড়ক মেরামত কাজের উদ্বোধন

প্রকাশিত: ১৩:০৫, ১ অক্টোবর ২০২০

মুজিববর্ষ উপলক্ষে ভালুকায় গ্রামীণ সড়ক মেরামত কাজের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ স্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা মল্লিকবাড়ি মোড় থেকে মল্লিকবাড়ি বাজার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভালুকা এর আয়োজনে ওই সড়ক মেরামতের কাজের উদ্বোধন করা হয়। উপজেলা প্রোকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মা, উপজেলা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল, স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভালুকা অফিসের কর্মকর্তা কর্মচারীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

উপজেলা প্রোকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ‘বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযত মর্যাদার সংগে উদযাপন করছে। এজন্য বছরব্যাপী নিয়মিত ভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।

গাজীপুর কথা

    আরো পড়ুন