ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মার্চে মাসে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৬৬ লাখ ডলার

প্রকাশিত: ০৩:০৪, ২ এপ্রিল ২০২১

মার্চে মাসে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৬৬ লাখ ডলার

চলতি বছরের মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৯১ কোটি ৬৬ লাখ ডলার রেমিট‌্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকা। গত বছরের মার্চ মাসে রেমিট‌্যান্সের পরিমাণ ছিল ১২৭ কোটি ৬৩ লাখ ডলার। চলতি অর্থবছরের ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারির মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্সের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের কারণে রেমিট্যান্স বাড়ছে এবং বাড়তেই থাকবে।’

তিনি বলেন, ‘প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে—প্রবাসী আয় পাঠানোর নিয়ম-কানুন সহজ করা ও ২ শতাংশ নগদ প্রণোদনা। আরও বিভিন্ন সংস্কারমুখী গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রভাবে রেমিট্যান্স বাড়ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলছে। আমাদের প্রত্যাশা এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি করা হয় না, সময়মতো এর উপকারভোগীর হাতে পৌঁছে যায়।’

গাজীপুর কথা

আরো পড়ুন