ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাধ্যমিক পর্যায়ের ৩০ ছাত্রী পেল বাইসাইকেল

প্রকাশিত: ০৯:৪৫, ১৩ মার্চ ২০২০

মাধ্যমিক পর্যায়ের ৩০ ছাত্রী পেল বাইসাইকেল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ৩০ মেধাবী ছাত্রী বাইসাইকেল পেয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা পরিষদের অর্থায়নে এডিপির সহযোগিতায় স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৩০ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ৩০ ছাত্রীকে দেয়া হয়েছে বাইসাইকেল। আর এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ জুবের আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন সরকার, এইচ.এম আবুবকর চৌধুরী, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদে সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।

গাজীপুর কথা