ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাদ্রাসাছাত্রের টেবিলের নিচে বিশাল এক অজগর

প্রকাশিত: ০৩:২৯, ৮ ডিসেম্বর ২০২০

মাদ্রাসাছাত্রের টেবিলের নিচে বিশাল এক অজগর

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের শাহ রশিদিয়া দাখিল মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকা ছাত্রদের টেবিলের নিচ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে আধা কিলোমিটার দূরবর্তী পশ্চিমের বনে অজগরকে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুস সালাম চৌধুরী।

তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেল ৪টার দিকে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে বন বিভাগের সহযোগিতায় বড়সড় একটি অজগর উদ্ধার করা হয়। পরে সেটিকে অবমুক্ত করার জন্য বন বিভাগের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে।

বন বিভাগের মাদার্শা কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, অজগরটির ওজন প্রায় ২৮ থেকে ৩০ কেজি হবে। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। সন্ধ্যার দিকে অজগরটিকে পশ্চিমের বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে।

গাজীপুর কথা