ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাত্র ৫ মিনিটে চার্জ হবে ইলেকট্রিক কারের ব্যাটারি

প্রকাশিত: ০৪:৪১, ২১ জানুয়ারি ২০২১

মাত্র ৫ মিনিটে চার্জ হবে ইলেকট্রিক কারের ব্যাটারি

পরিবেশ দূষণ কমাতে বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক কার। কিন্তু এই কারের ব্যাটারি চার্জ করতে লম্বা সময় লেগে যাওয়ায় অনেক সময়ই তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যার সমাধানে নতুন একধরনের ব্যাটারি তৈরি করেছেন গবেষকরা, যা মাত্র পাঁচ মিনিটেই রিচার্জ করা সম্ভব।
ইসরায়েলি প্রতিষ্ঠান স্টোরডটের নকশায় চীনে তৈরি হচ্ছে নতুন এই ব্যাটারিটি। এটির ফলে ব্যাটারি দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি যাত্রার মাঝপথে চার্জ শেষ হয়ে যাবার ঝামেলাও বেশ কমে আসবে।

নতুন এই ব্যাটারিটি সম্পর্কে স্টোরডটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডোরন মায়ার্সডর্ফ বলেন, ‘মাত্র পাঁচ মিনিটের মধ্যে কোনো লিথিয়াম-আয়ন ব্যাটারি পুরোপুরি চার্জ হওয়ার ঘটনাকে অসম্ভব ভাবতো সবাই। কিন্তু আমরা কোনো প্রটোটাইপ নয়, ব্যাপক হারে উৎপন্ন ইন্জিনিয়ারিং স্যাম্পল নিয়ে এসেছি।’

তিনি আরো বলেন, ‘এটি পুরোপুরি কার্যকর এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।’

চীনা বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ইভ এনার্জির সঙ্গে মিলিত হয়ে এখন পর্যন্ত মোট এক হাজারটি ব্যাটারি তৈরি করেছে স্টোরডট।

সাধারণ প্রোডাকশন লাইনে তৈরি হওয়া এই লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো স্টোরডটের তৈরি নতুন ব্যাটারির নমুনা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রদর্শিত হবে।

সূত্র: স্কাই নিউজ

গাজীপুর কথা