ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভোগড়া বাইপাস এলাকা থেকে অবৈধ পলিথিন জব্দ

প্রকাশিত: ১৬:০৫, ২০ জুলাই ২০২০

ভোগড়া বাইপাস এলাকা থেকে অবৈধ পলিথিন জব্দ

গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস এলাকায় ২.২ মেট্রিক টন অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর মহানগরের ভোগড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তারা হলেন: সোহাগ, মোহাম্মদ রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউর রহমান। তাদের সবাইকে ৫০০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং সর্বমোট ২.২ মেট্রিক টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দিন। আর, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

গাজীপুর কথা