ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভালুকায় মোবাইল ব্যাংকের একাউন্ট হ্যাক করে নারীর টাকা আত্মসাৎ

প্রকাশিত: ১৫:৩৮, ১০ অক্টোবর ২০২০

ভালুকায় মোবাইল ব্যাংকের একাউন্ট হ্যাক করে নারীর টাকা আত্মসাৎ

ভালুকায় ডাচ বাংলা মোবাইল ব্যাংকের রকেটের একাউন্ট হ্যাক করে এক নারী গার্মেন্টস শ্রমিকের টাকা আত্মসাৎ হওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় জিডি (৩০৭/২০) করেছে ভূক্তভোগী ওই নারী গার্মেন্টস শ্রমিক।

সাধারণ ডায়েরী সূত্রে জানান যায়, উপজেলার কাঠালী এলাকার ইকরাম সুয়েটারের নারী শ্রমিক মোছা. খাদিজা আক্তারের মোবাইলের রকেট একাউন্ডে (০১৯২৯-১২৮৪৫১) গত ০৭ অক্টোবর রাত ৯.১০ মিনিটে ১৩, ৫৪০টাকা বেতন ঢুকে। কিচ্ছুক্ষণ পরে রাত ০৯.৪১ মিনিটে (০১৪০১৬৯৪০৪১) নাম্বারে সেন্ডমানি করা হয়েছে।

ভূক্তভোগী নারী শ্রমিক মোছা. খাদিজা আক্তার জানান, ‘রাত ৯.১০ মিনিটে আমার ফোনে টাকা প্রভেশের পর থেকে ০৯.৪১ মিনিট পর্যন্ত আমার ফোনে কেউ হাত দেয়নি। এভাবে যদি আমাদের টাকা হ্যাক করে নিয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো। আমি আমার টাকা ফেরত পেতে চাই।’

থানার তদন্ত কর্মকর্তা পাইলট ভৌমিক জানান, ‘তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর কথা

আরো পড়ুন