ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভালুকায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:৩০, ১২ জুলাই ২০২০

ভালুকায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় নানির বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধুদের সাথে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে ডুবে গিয়ে শামিম মিয়া (১৪) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার তালাব গ্রামে।

শামিম মিয়া উপজেলার নয়নপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ও গোবদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শামিম মিয়া পাশের তালাব গ্রামে তার নানীর বাড়িতে বেড়াতে যান। দুপুরে বন্ধুদের সাথে বাড়ির কাছে ১৭ দাগ নামে একটি ব্রিজ থেকে খেলতে গিয়ে লাফ দিলে তিনি পানির নিচে ডুবে যান। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমের স্কুলের প্রধান শিক্ষক মো: আইয়ূব আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর কথা

    আরো পড়ুন