ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভালুকায় তিন পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশিত: ০৫:৪০, ৯ মে ২০২১

ভালুকায় তিন পুলিশ সদস্য বরখাস্ত

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা হাইওয়ে পুলিশের এটিএসআইসহ (৩) পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এক অটোরিকশার চালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এটিএসআই আবু তাহেরসহ (০৩) পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন বিভাগীয়। পর তাদের গাজীপুর জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।

জানা যায়, ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ অসহায় দরিদ্র রোজাদার রিকশা চালক শামীমের কাছ থেকে মঙ্গলবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুড ওভার ব্রিজের পাশে ৭০০ টাকা চাঁদা আদায় করেন। ওই রিকশা চালক পুলিশকে টাকা দিয়ে না খেয়ে রোজা রাখেন। পরদিন রাতে তিনি রিকশা নিয়ে বের হলে ঘটনাটি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে ঘটনাটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বুধবার রাত আড়াইটার দিকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনাটি পুলিশ হেডকোয়ার্টারের নজরে আসে। শুক্রবার অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়।

গাজীপুর কথা

আরো পড়ুন