ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ব্ল্যাকহেডস দূর করার সবচেয়ে কার্যকরী উপায়

প্রকাশিত: ০৭:২৫, ১৫ অক্টোবর ২০২০

ব্ল্যাকহেডস দূর করার সবচেয়ে কার্যকরী উপায়

মানুষের মুখমণ্ডলের অন্যতম অংশ হলো নাক। আর সেখানেই জমতে শুরু করে ব্ল্যাকহেডস। এর ফলে নাকে কালো দাগ পড়ে। দেখতে খুবই বিশ্রি দেখায়। 
এই সমস্যায় অনেক নারী-পুরুষই ভোগেন। তবে জানেন কি?  নাকের ত্বকের যত্ন নিতে আপনার হাতের নাগালেই রয়েছে সব উপকরণ। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করবেন-  

উপকরণ: 
গাজরের রস দুই চামচ, বেসন এক চা চামচ, লেবুর রস ১০ থেকে ১২ ফোঁটা, মধু এক চামচ। 

প্রণালী:
প্রথমে ছোট একটি গাজর ব্লেন্ড করে নিন। এবার একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। 
এবার প্যাকটি আপনার নাকের ত্বকে আলতো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার ব্ল্যাকহেডস দূর হবে।

গাজীপুর কথা