ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ব্যাংক এশিয়ার ব্ল্যাক লিস্টে ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠান

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ জুন ২০২১

ব্যাংক এশিয়ার ব্ল্যাক লিস্টে ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠান

এবার ব্যাংক এশিয়া ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় লেনদেন বন্ধ করেছে ।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

বুধবার (২৩ জুন) ব্যাংক এশিয়ার নিজ গ্রাহকদের পাঠানো বার্তায় লেনদেন বন্ধের বিষয়টি জানায়। বার্তায় ব্যাংকটি গ্রাহকদের জানিয়েছে, টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়া কার্ডে কিছু লোকাল ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে ব্যাংক এশিয়ার কল সেন্টারে ফোন করলে প্রতিষ্ঠানটির এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার তামান্না বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৩ জুন থেকে ১০টি ই-কমার্সের সঙ্গে লেনদেন বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার ব্র্যাক ব্যাংক ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে লেনদেন স্থগিত করে।

গাজীপুর কথা

আরো পড়ুন