ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিশাল আকৃতির কুমড়া, ওজন ৮৩০ কেজি

প্রকাশিত: ০৩:৪০, ২ অক্টোবর ২০২০

বিশাল আকৃতির কুমড়া, ওজন ৮৩০ কেজি

খাদ্য তালিকায় পুষ্টিকর সবজি হিসেবে কুমড়ার বেশ সুনাম রয়েছে। দেশ-বিদেশে নানা আকারের কুমড়ার দেখা মেলে। তবে বিশাল আকৃতির কুমড়ার সচরাচর দেখা মেলে না। তবে যুক্তরাষ্ট্রের এক কুমড়া প্রতিযোগিতায় ৮৩০ কেজি ওজনের কুমড়া দেখে চড়কগাছ সব দর্শকদের।

সংবাদ মাধ্যম জানায়, প্রতিবারের মতোই যুক্তরাষ্ট্রের ওকলোহামার, ইউটার লেহি শহরে ১৬ তম কুমড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় ৮৩০ কেজি ওজনের একটি কুমড়া নিয়ে আসেন মোহাম্মদ সাদিক।

প্রতিযোগিতায় আনা বিশাল আকৃতির কুমড়াটি গ্রিনহাউজে চাষ করা হয়েছে। প্রতিযোগিতায় সবগুলো কুমড়াকে পেছনে ফেলে দিয়েছে সাদিকের কুমড়া। 

সেই প্রতিযোগিতায় শুধু আকারই নয়, কুমড়ার গুণগত মান বিচার করা হয়। পরে বিজয়ী কুমড়ার মালিকের নাম ঘোষণা করা হয়।

সংবাদ মাধ্যম আরো জানায়, এবারের প্রতিযোগিতায় অনেক কুমড়া প্রদর্শন করা হয়েছে। সব কুমড়ার ওজন ৪০০ কেজির বেশি। এ প্রতিযোগিতায় প্রতি বছরই বহু চাষি জমিতে ফলানো কুমড়া নিয়ে আসেন। তবে কখনো ৮৩০ কেজি ওজনের কুমড়া প্রদর্শন হয়নি। আর এ কুমড়াকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় কুমড়া বলা হচ্ছে। আর তার পুরো কৃতিত্বের অধিকারী মোহাম্মদ সাদিক।

গাজীপুর কথা