ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো মহাকাশপ্রেমীরা

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ মে ২০২১

বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো মহাকাশপ্রেমীরা

এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো মহাকাশপ্রেমীরা। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা পেলো চিলির জনগণ। স্থানীয় সময় বুধবার (২৬ মে) সন্ধ্যায় সান্তিয়াগোর আকাশে অন্যান্য দিনের চেয়ে ৭ শতাংশ বড় ও ১৫ শতাংশ উজ্জল দেখা যায় চাঁদকে।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে আসার কারণেই চাঁদকে বড় দেখা যায়। পরে, ধীরে ধীরে চাঁদকে গ্রাস করে অন্ধকার। দক্ষিণ আমেরিকার অনেক দেশ থেকেই এটা দেখা গেছে।

উত্তর আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গেছে। অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় রাত ৯ টা ১১ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় ১৫ মিনিট ধরে চন্দ্রগ্রহণ হয়।

অন্যান্য চন্দ্রগ্রহণের তুলনায় বুধবারের চন্দ্রগ্রহণটি বিভিন্ন কারণে দুর্লভ মহাজাগতিক ঘটনা্ হয়ে থাকলো। কারণ এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি দেখা গেছে সুপার মুন ও রেড ব্লাড মুন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বুধবার বিকেল ৫টার পর থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টার পরে। তবে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সুপার মুন দেখতে পারে নি এই অঞ্চলের মানুষ। এর আগে ২০১৯ সালে পূর্ণ চন্দ্রগহণ দেখা যায়।

গাজীপুর কথা