ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাড়িতে কোন গাছ বসানো উচিত, কোনটা নয়

প্রকাশিত: ১০:১৭, ১৪ মার্চ ২০২০

বাড়িতে কোন গাছ বসানো উচিত, কোনটা নয়

আমরা বাড়িতে নানা রকম গাছ বসিয়ে থাকি। তা কখনও শখে, আবার কখনও প্রয়োজনে। বাড়িতে বসানো যে কোনও গাছের প্রভাব আমাদের জীবনে পড়ে। তা কখনও ভাল, আবার কখনও খারাপ ফল দেয়। তাই গাছ বসানোর আগে জেনে নেওয়া দরকার কোন গাছ আমাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে এবং কোন গাছ দুর্ভাগ্য।

দেখে নেওয়া যাক, বাড়িতে কোন গাছ রাখা উচিত এবং কোনটা নয়:

• বাড়িতে আম, জাম, লেবু ও কুল থাকলে সেই বাড়ি সব সময় ধনসম্পত্তিতে পরিপূর্ণ থাকে, আত্মীয়দের মধ্যে সুসম্পর্ক চিরকাল অটুট থাকে। তবে এই গাছ রাখতে হবে বাড়ির ডান দিকে।

• বাড়ির উত্তর দিকে কলা গাছ থাকলে এবং তা যদি বাড়ি স্পর্শ করে থাকে, তা হলে জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে।

• বাড়ির পূর্ব ও দক্ষিণ কোণে জাম ও আনারস গাছ থাকলে আত্মীয়-বন্ধুদের কাছ থেকে প্রচুর সাহায্য পাওয়া যায়। তাঁরা সব সময় আপনার কল্যাণ কামনা করবেন।

• বাড়িতে সুপারি, নারকেল, তুলসি, নাগকেশর, শাল ও বেল গাছ থাকলে সে বাড়ির বাসিন্দারা সারা জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবনযাপন করেন। তবে এর ফল বিপরীত হতে পারে যখন বাড়ি থেকে এই সব গাছ কেটে ফেলা হয়।

• বাড়িতে যদি তাল, নারকেল ও তেঁতুলগাছ এক সঙ্গে থাকে, তা হলে ভয়ঙ্কর ফল দেয়। সেই সঙ্গে বাড়িতে সব সময় ঝগড়া-বিবাদ লেগে থেকে।

• তালগাছ বাড়িতে থাকতে নেই। অগ্নিকোণে যদি তালগাছ থাকে, তা হলে বাড়িতে আগুন ও বজ্রপাত থেকে দুর্ঘটনা ঘটতে পারে।

• বাড়িতে পদ্ম, করবী, চন্দ্রমল্লিকা, কনকচাঁপা, দেবদারু, কমলালেবু, আমলকি, ডালিম, কেতকী, টগর, আকন্দ ও অপরাজিতা গাছ থাকলে সেই বাড়িতে কখনও অন্ন-বস্ত্র-অর্থের অভাব হয় না।

• বাড়িতে হলুদ গাছ থাকলে সেই বাড়িতে দিনে দিনে উন্নতি ঘটতে দেখা যায়।

• বাড়িতে খেজুর, ডুমুর, মনসা, হরিতকী, বয়ড়া— এই সব গাছ থাকলে বাসিন্দাদের জীবন অশান্তিতে ভরে থাকে।

• বাড়িতে বট ও বাঁশ গাছ থাকলে তাদের উন্নতি হয় না এবং জীবনে প্রচুর মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হয়।

• বাড়িতে লাউ, কুমড়ো, শশা, ঝিঙে গাছ থাকা খুবই ভাল বলে মানা হয়।

গাজীপুর কথা

আরো পড়ুন