ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বন্যার্তদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

প্রকাশিত: ০৫:২৮, ৩১ জুলাই ২০২০

বন্যার্তদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এমন সময়ে অসহায় হয়ে পড়েছেন দেশের নিম্নাঞ্চলের মানুষ। থই থই পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

বন্যাদুর্গতদের সাহায্যে এবার এগিয়ে এলো সাকিব আল হাসান ফাউন্ডেশন। বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন আজ (বৃহস্পতিবার) সিরাজগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

এই কঠিন সময়ে বন্যাদুর্গতদের সাহায্যে যেন সবাই এগিয়ে আসেন সেই আহ্বানও জানিয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। সাকিব ফেসবুক পেজে তার ফাউন্ডেশনের কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে লিখেছেন,

‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।

সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র্যাব-১২)।

আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। আমাদের পথচলায় যোগ দিন।’


এছাড়া এই ত্রাণ কার্যক্রমে অনুদানের জন্য এই লিংকে (www.sahfbd.com) ভিজিট করার অনুরোধ করেছেন সাকিব।

গাজীপুর কথা