ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের মাইলফলক

প্রকাশিত: ১৩:৪২, ২ ডিসেম্বর ২০২০

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের মাইলফলক

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাট করার সময় দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

আজ বুধবার (২ ডিসেম্বর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয় তামিমের ফরচুন বরিশাল। টস জিতে ঢাকা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে যথারীতি দলের ইনিংস সূচনায় নামেন তামিম। 

টি-টোয়েন্টিতে মোট ৫৯৭৩ রান নিয়ে আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামেন তামিম। দলের দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক তৃতীয় ম্যাচে করেন ৩২ রান। আর আজ চতুর্থ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩১ রান।

ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে স্পিনার নাসুম আহমেদকে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। যদিও এরপর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। পরের ওভারেই রবিউল ইসলাম রবির বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মুক্তার আলীর হাতে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫০১১ রানের মালিক সাকিব আল হাসান। এর পরেই তৃতীয় সর্বোচ্চ ৪০৭৯ রানের মালিক হিসেবে আছেন মুশফিকুর রহিম।

বলাবাহুল্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক। এইই ফরম্যাটে অবশ্য তামিমের চেয়েও বেশি রান আছে বিশ্বের ৩৮ জন ক্রিকেটারের। অর্থাৎ, ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৩৯তম ক্রিকেটার এখন তামিম।

গাজীপুর কথা